জাভা ফোনেই ডাউনলোড করুন ইউটিউব থেকে যে কোনো ভিডিও | How to Download YouTube Videos In Java Mobile

জাভা ফোনেই ডাউনলোড করুন ইউটিউব থেকে যে কোনো ভিডিও | How to Download YouTube Videos In Java Mobile
যেভাবে জাভা ফোনেই ইউটিউভের যেকোন ভিডিও ডাউনলোড করবেন



আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন! কারণ যারা WTDesignBD এর সাথে থাকে তারা সাধারণত ভালোই থাকে।☺


পোস্ট টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাইলে আমাদের-কে উৎসাহ দিতে ভুলবেন না। কারণ উৎসাহ দিলে আমরা আরো ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা করে।

পোস্টের টাইটেল দেখেই হয়তো বুঝে গেছে যে আজ কী শেখাতে চলেছি! তো আর কথা না বাড়িয়ে চলন শুরু করা যাক।


প্রথমে এই লিংকে ঢুকবেন, এরকম আসবে, এখানে Login লেখায় ক্লিক করবেন।


এরকম আসলে নিচের দিকে ফেসবুক বা গুগলের লোগোতে ক্লিক করে লগিন করে নিন। (এজন্য অপেরাতে ফেসবুক আইডি, জিমেইল লগিন থাকতে হবে)। লগিন না করেও ডাউনলোড করতে পারবেন, তবে যেকোন ফরম্যাটে কনভার্ট করতে পারবেন না।

লগিন হয়ে গেলে এরকম আসবে। এখন যে ভিডিও ডাঊনলোড করবেন বক্সে সেটির নাম লিখে Search লেখায় ক্লিক করবেন। উদাহরণস্বরুপ আমি Baseera লিখলাম।

সার্চ রেজাল্ট আসলে যেটা ডাউনলোড করবেন সেটার ছবিতে ক্লিক করবেন।
ছবিতে ক্লিক করার পরে যে পেইজ আসবে সেটির নিচের দিকে এরকম দেখতে পাবেন। এখানে প্রথমে বক্সে ভিডিও বিভিন্ন ফরম্যাট রয়েছে যেমন 3gp, mp4, extract the audio ইত্যাদি। ভিডিও যে ফরম্যাটে ডাউনলোড করতে চান সেটিই এখানে সিলেক্ট করবেন। আমি 3gp সিলেক্ট করেছি। আর নিচের বক্সে ভিডিওর স্কিন সাইজ সিলেক্ট করে OK ক্লিক করবেন।

পরবর্তী পেজ আসলে নিচের দিকে Convert লেখায় ক্লিক করবেন।

এরপর কনভার্ট হওয়া শুরু হবে। একটু পর পর Refresh করবেন।

100% হলে ডাউনলোড অপশন আসবে। তারপর ডাঊনলোড লেখায় ক্লিক করে ডাউনলোড করবেন।




কোন কিছু না বুঝলে কমেন্ট জানান।


যে কোনো Java Mobile Apps and Games Download করতে Visit করেন এই Website এ!

Thanks for Visit ❤️💕


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url